Digital Printing Business Ideas
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Digital Printing Business Ideas: যেকোনো ব্যবসার শুরু করার আগে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। সেগুলো মাথায় রাখলেই ভবিষ্যতে ব্যবসার ক্ষতি হয়না এবং আয়ও ভালো হয়। তবে আগে জানতে হবে আপনি যে ব্যবসা শুরু করতে চান সেই ব্যবসার মার্কেট চাহিদা কতটা। এছাড়াও জানতে হবে সেই ব্যবসায় কত টাকার পুঁজি খাটানো উচিত। এরপর দেখতে হবে ব্যবসার জায়গা ও জনসংগম কেমন। এগুলো দিকে লক্ষ্য রাখলেই আপনার ব্যবসার উন্নতি হবে।

এখনকার দিনে পোশাক শুধু পরিধান করার জন্য ব্যবহার করা হয়না এটি একজন মানুষের ব্যক্তিত্বও ফুটিয়ে তোলে। এখন সকলেই এমন পোশাক পরতে চায় যেগুলো অন্যদের থেকে আলাদা এবং যা তাদের মনের ভাব প্রকাশ করবে। বর্তমানে এরজন্যই টি-শার্ট প্রিন্টিংয়ের ব্যবসাকে জনপ্রিয় হয়ে উঠেছে। এই ব্যবসা শুরু করতে হলে বড় দোকান, অনেক টাকা ও কর্মচারীর দরকার হয়না। এরজন্য দরকার হয় একটি মেশিনের, সৃজনশীলতা আর মার্কেটিং দক্ষতা।

এই ব্যবসাটি কেন খুব লাভজনক ?

  • এটি খুব বিনিয়োগে করা যায়।
  • খুব বড় বড় যন্ত্রপাতি বা জায়গা লাগে না।
  • এই ব্যবসার চাহিদা খুব অনেক।
  • যেকোনো ইভেন্ট থেকে স্পোর্টস টিম সব জায়গায় কাস্টম টি-শার্ট ব্যবহার করা হয়।
  • এখানে ক্রিয়েটিভিটি দেখানো যায় । যেমন ফানি কোট, মোটিভেশনাল লাইন, গ্রাফিক ডিজাইন, মিম সবকিছুই প্রিন্ট করা যায়।
  • এই ব্যবসায় অনলাইন বিক্রি করা যায় খুব সহজে কারণ সোশ্যাল মিডিয়া এখন খুবই জনপ্রিয় আর এটির মাধ্যমে
  • গ্রাহকের সঙ্গে সরাসরি পৌঁছানো যায়।

এই ব্যবসা শুরু করার আগে কী কী করতে হবে ?

  • এই ব্যবসা শুরু করার আগে ঠিক করতে হবে আপনি কোন ধরনের প্রিন্টিং টেকনিক ব্যবহার করবেন। ছোট স্কেলে হিট প্রেস মেশিন (Heat Press Machine) প্রক্রিয়াটি খুব সহজ ও সাশ্রয়ী।
  • এটি শুরু করতে যেগুলো সরঞ্জাম দরকার হবে:-
  • হিট প্রেস মেশিন যেটি ১২,০০০-১৮,০০০ টাকার মধ্যে টি শার্টে প্রিন্ট করে।
  • ব্ল্যাক টি-শার্ট যেটিতে প্রিন্ট করা হবে। এটি প্রিন্ট করতে খরচ হবে ৮০-১৫০ টাকা।
  • ডিজাইন ট্রান্সফার করার জন্য লাগবে সাবলিমেশন পেপার। এটির প্রতিটি শিটের দাম ৫-১০ টাকা।
  • এরপর দরকার হবে সাবলিমেশন ইঙ্কের (প্রিন্টিংয়ের জন্য রঙ)। এটির প্রতিটি সেটের দাম ৫০০-১০০০ টাকা।
  • এছাড়াও ডিজাইন তৈরি করার জন্য দরকার হবে কম্পিউটার/ল্যাপটপ বা মোবাইলের।
  • Canva (ফ্রি) /Photoshop (পেইড) এর ডিজাইন সফটওয়্যার থাকতে হবে।

এবার আসি ডিজাইন তৈরির ধাপ নিয়ে :-

  • সবার প্রথমে ঠিক করতে হবে কনসেপ্ট মানে কোন থিমে আপনি কাজ করতে চান যেমন ফানি, মোটিভেশনাল, ট্রেন্ডিং মিম ইত্যাদি।
  • Canva, Photoshop বা Corel DRAW এর মতো ডিজাইনার সফটওয়্যার ব্যবহার করতে হবে।
  • মাথায় রাখতে হবে প্রিন্ট ফাইল হাই-রেজোলিউশনের হতে হবে এতে প্রিন্ট স্পষ্ট হবে।
  • গ্রাহকদের চাহিদা অনুযায়ী ডিজাইন কাস্টমাইজ করতে হবে।

মাত্র ₹166-এ পুরো মাস ফ্রি ডেটা ! নতুন সস্তার রিচার্জ প্ল্যান বাজারে”

এই ব্যবসাটিকে দুইভাবে পরিচালনা করতে পারেন –

একটি স্টক তৈরি করে বিক্রি করা অর্থাৎ আগে থেকে কয়েকটি ডিজাইন প্রিন্ট (Digital Printing Business) করে স্টক করে রাখা ও সেটিকে বিক্রি করা। এতে খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়। তবে যদি বিক্রি না হয় তবে স্টক আটকে থাকতে পারে।আরেকটি উপায় হল অর্ডার পেয়ে প্রিন্ট করা অর্থাৎ যখন আপনি অর্ডার করবেন তখন প্রিন্ট করবেন। এতে অপচয় কম হয়। কিন্তু ডেলিভারি দিতে অনেকটা সময় লাগে।

এবার আসি বিক্রির মার্কেটিং আইডিয়ার বিষয়ে। এরজন্য প্রথমে আপনাকে সোশ্যাল মিডিয়া যেমন Facebook, Instagram, Pinterest-এ পেজ তৈরি করতে হবে। তারপর সেখানে ডিজাইন পোস্ট করতে হবে। আপনি চাইলে WhatsApp Business-ও ব্যবহার করতে হবে। যেখানে আপনি অর্ডার নেওয়া থেকে গ্রাহক তালিকা সবকিছুই তৈরি করতে হবে।

Shopify, WooCommerce বা Ecwid ইত্যাদিতে অনলাইন স্টোর বানাতে হবে। এছাড়াও কলেজ, জিম, ক্রীড়া ক্লাব, ইভেন্ট আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে মার্কেটিং করতে পারেন। আপনি চাইলে Bulk order এর অফার দিতে পারেন এতে একবারে অনেকগুলো অর্ডার পাবেন।

জেনে নিন কত খরচ হবে এই ব্যবসায় (Digital Printing Business Ideas)

কাঁচামাল (টি-শার্ট, পেপার, ইঙ্ক) এর পেছনে ১০,০০০ টাকা (যদিও অর্ডারের উপর এটি নির্ভর করে), বিদ্যুতের খরচ (হিট প্রেস করার জন্য) ১,০০০ টাকা, মার্কেটিং (অনলাইন বিজ্ঞাপন) এর জন্য ২,০০০ টাকা সবমিলিয়ে খরচ পড়বে ১৩,০০০ টাকা। প্রতিটি টি-শার্ট যদি ৩০০ টাকায় বিক্রি করা হয় তাহলে মাসে আপনার আয় হবে ২৭,০০০-৩২,০০০ টাকার (যদি অর্ডারের পরিমাণ বাড়ে তাহলে আয় আরো বাড়বে)।

যেগুলো বিষয় মাথায় রাখবেন

তবে এই ব্যবসায় সফল হতে হলে মাথায় রাখতে হবে আপনার ডিজাইন ইউনিক ও ট্রেডিং হতে হবে। এছাড়াও কাপড়ের কোয়ালিটি ও রঙ সবই ভালো হতে হবে। এছাড়াও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও সময়মতো ডেলিভারি করতে হবে। উৎসব, কলেজ ফেস্ট, স্পোর্টস ইভেন্টের সময় আকর্ষনীয় অফার চালু করে দিতে হবে। এছাড়াও রিভিউ ও ফিডব্যাক নিতে হবে, যাতে পরে আপনার প্রোডাক্টের মান আরো ভালো হয়। 

তবে এই ব্যবসায় প্রতিযোগিতা অনেক। ট্রেন্ড তো হামেশাই বদলায় তাই একটি ডিজাইন আজ বিক্রি হলে কাল আর নাও হতে পারে। যদি খারাপ প্রিন্ট হয় তাহলে কিন্তু আপনি গ্রাহক হারিয়ে ফেলতে পারেন। এই ব্যবসাটি এমন একটি ব্যবসা যেটি থেকে আপনি অনায়াসেই ২৩,০০০-৩২০০০ টাকা আয় করতে পারবেন। এছাড়া এখানে অল্প বিনিয়োগ, ডিজিটাল মার্কেটিং ও সৃজনশীলতা ব্যবহার করলেই আপনার ব্যবসা তাড়াতাড়ি উন্নত হবে। যদি আপনি বড় থেকেই কম টাকা খরচ করে আয় করতে চান তাহলে এই ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত।

গ্যাসের দামে স্বস্তি! ৩০০ টাকা ভর্তুকি ঘোষণা

By Sambhu Nath

WBWORK শুধু খবর দেয় না। আমরা স্বপ্ন পূরণেও পাশে থাকি। পশ্চিমবঙ্গের মানুষদের জন্য আমরা প্রতিদিন নতুন কাজের সন্ধান করি। স্থানীয় খবর আর ব্যবসার দরকারি তথ্যও দিই। আপনার সময় ও বিশ্বাস আমাদের কাছে অনেক দামি। তাই আমরা সবসময় সঠিক ও নির্ভরযোগ্য তথ্যই পরিবেশন করি।